বাংলায় CAA কোনও ভাবেই লাগু হবে না। কোচবিহারের জনসভা থেকে কেন্দ্রীয় আইনের বিরোধিতায় ফের নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী এক সপ্তাহের মধ্যে বাংলায় CAA লাগু হবে। তার গ্যারান্টি তিনি নিচ্ছেন। রবিবার কাকদ্বীপের এক জনসভায় এই দাবি করেছিলেন কেন্দ্রীয়মন্ত্রী ও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সোমবার শান্তনুর এই দাবি খারিজ করে দিলেন মমতা।
কোচবিহারের জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, 'প্রতি নির্বাচনের আগে সিএএ নিয়ে জিগির তোলে বিজেপি। ওটা বিজেপির ভোটের আগে মানুষ ভয় দেখানোর কৌশল। কিন্তু আমি এই আইন কোনও ভাবেই বাংলায় চালু করতে দেব না।' রাজনৈতিক মহলের দাবি, লোকসভা ভোটের আগে মতুয়া ভোটকে নিজেদের পালে টানতেই ফের রাজ্যে CAA চালুর দাবি করেছেন শান্তনু।
কলকাতাতেও এদিন বিজেপির কেন্দ্রীয়মন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলেছে তৃণমূল। তৃণমূলের মুখপাত্র ও রাজ্যেরমন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন, সিএএ-র প্রয়োজন নেই। সিএএ হবে না। বাংলায় সিএএ কার্যকর হবে না। কারণ বংলায় যে নাগরিকদের সিএএ-র আওতাভুক্ত করার কথা বলা হচ্ছে, তাঁরা রেশন পাচ্ছেন, ভোট দিচ্ছেন। তাঁরা সুখে-শান্তিতেই আছেন। মমতা বন্দ্যোপাধ্যাও তাঁদের আশ্বস্ত করেছেন।