পঞ্চায়েতে কী এবার ফের ভেসে উঠবেন মুকুল ? তৃণমূল নেত্রীর সঙ্গে তাঁর নতুন করে সম্পর্ক তৈরি ঘিরে এমনটাই দাবি করছে রাজনৈতিক মহল। আগেই ইঙ্গিত ছিল, এবার মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাশে দেখা যেতে পারে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে। সূত্রের খবর, সেই ইঙ্গিত এবার সত্যি হতে চলেছে। বুধবার কৃষ্ণনগর সার্কিট হাউজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে একদফা বৈঠকও করেছেন মুকুল রায়। আর এই বৈঠক ঘিরেই আগামী পঞ্চায়েত ভোটে মুকুলের ভূমিকা ঘিরে শুরু হয়েছে জল্পনা।
উৎসবের মরশুম কাটিয়ে ফের বুধবার থেকে জেলা সফরে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কৃষ্ণনগর কলেজ মাঠে রয়েছে তাঁর কর্মিসভা। গেরুয়া ভূম নদিয়ায় তিনি কী বার্তা দেবেন, এখন সেই দিকেই তাকিয়ে তৃণমূল কর্মীরা। কারণ, ২০১৯ লোকসভা এবং ২০২১ বিধানসভা ভোটে এই নদিয়ায় বেশ ধাক্কা খেতে হয়েছে শাসকদলকে। তাই পঞ্চায়েতের প্রস্তুতিতে এই জেলাকেই বেছে নিয়েছেন মমতা। একইসঙ্গে হাতের বাইরে চলে যাওয়া মতুয়া ভোটকে এবার নিজেদের দিকে ফের ফিরিয়ে আনতে চায় তৃণমূল। সেই কারণ, গোষ্ঠীকোন্দল মেরামতি করতে নিজেই ময়দানে নামছেন তৃণমূল নেত্রী।
জনসংযোগ বাড়াতে রাস উৎসবে সামিল হবেন মমতা। তাঁর এই পুরো প্রক্রিয়ায় মুকুল রায় পাশে থাকবেন কীনা, সেটাই এখন দেখতে চাইছে রাজনৈতিক মহল। কারণ, বিজেপিতে ইস্তফা না দিলেও তৃণমূলে ফিরেছেন বিধায়ক মুকুল। কিছু আগে কালীঘাটে গিয়ে ভাইফোঁটাও নিয়ে এসেছেন। সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে এবার নদিয়া সফর বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে তৃণমূল নেত্রীর কাছে।