শুক্রবার ভোরে ১০০ বছর বয়সে প্রয়াত হন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী। তাঁর প্রয়াণে শোকবার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করে লেখেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা শ্রদ্ধেয়া হীরাবেন মোদীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি শুক্রবার ভোরে আমদাবাদে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ১০০ বছর। শতায়ু হীরাবেন দেবী ছিলেন ভালোবাসা, ধৈর্য ও আস্থার প্রতীক। তিনি শিশুদের অত্যন্ত স্নেহ করতেন। আমি শোকসন্তপ্ত নরেন্দ্র মোদীজিকে আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’’
শুক্রবার কলকাতায় আসার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন থেকে শুরু করে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক সহ একাধিক কর্মসূচিও ছিল। সফর বাতিল হলেও বিজেপি সূত্রে খবর, কলকাতার সমস্ত কর্মসূচিই নির্দিষ্ট সময়ে শুরু হবে। প্রধানমন্ত্রী মোদী যোগ দিতে পারেন ভার্চুয়ালি।