তৃণমূল কংগ্রেসের (TMC) যাবতীয় আর্থিক দায়দায়িত্ব পুরনো প্রজন্মের হাতেই রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তৃণমূলের (TMC) টাকা-পয়সা লেনদেনের ‘চেক’ সইয়ের অধিকার থাকছে তিন জনের হাতে। তাঁরা হলেন, দুই সহ-সভাপতি পার্থ চট্টোপাধ্যায় ও চন্দ্রিমা ভট্টাচার্য এবং কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। এই তিনজনই মমতার সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছেন। এর মাধ্যমে মমতা খরচে রাশ টানতে চেয়েছেন বলেই মত রাজনৈতিক মহলের।
আরও পড়ুন: Anis Khan: আনিস হত্যায় 'ষড়যন্ত্র' দেখছেন ফিরহাদ, সরকারকে আক্রমণ সেলিম, শুভেন্দুর
খরচ কমাতে দলের ভাড়া নেওয়া একটি বিমান এ বার ছেড়ে দেওয়া হতে পারে। পশ্চিমবঙ্গ সরকার একটি বিমান ভাড়ায় নিয়েছে। সরকারি কাজে যখন ব্যবহৃত হবে না, তখন সংস্থার কাছ থেকে বিমানটি ভাড়া নেওয়া যায়। যেমন, মমতার জন্য রাজনৈতিক কর্মসূচির প্রয়োজনে দল নিয়ে থাকে। তাই আরেকটি বিমানের ভাড়া আর গুনবে না তৃণমূল।