রাজ্যের সাম্প্রতিক অশান্তির ঘটনায় এনআইএ-এর তদন্তের দাবি ফের খারিজ। সম্প্রতি শিবপুর এবং রিষড়া ঘুরে কেন্দ্রীয় গোয়েন্দাদের দিয়ে এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছিল কেন্দ্রের পাঠানো ফ্যাক্ট ফাইডিং দল। এবার তাদের সেই দাবি সপাট খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের এই দলকে কোনও রকম গুরুত্ব না দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুলিশ খুব দ্রুত পদক্ষেপ করেছিল বলেই রাজ্যে শান্তি বিরাজ করছে। উল্লেখ, এর আগে রাজ্য বিজেপির দাবিও খারিজ করেছিল নবান্ন।
নবান্ন সূত্রে দাবি, এর আগেই মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন এই ঘটনায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। সেই মতো, সোমবার শিবপুর এবং হাওড়া থানার দুই আইসিকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সোমবারই মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিল, রাজ্যে অশান্তির পিছনে হাত রয়েছে বহিরাগতদের। এবং তাদের রাজ্যে ঢুকিয়েছিল বিজেপি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিহারের মুঙ্গের থেকে লোক এনে রাজ্যে অশান্তি পাকানো হয়েছিল।
সাম্প্রতিক অশান্তির ঘটনা খতিয়ে দেখতে বাংলায় এসে রাজ্যপালের সঙ্গে দেখা করল কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সোমবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে প্রায় ঘণ্টা খানেক বৈঠক করেন সেই টিমের সদস্যরা। রাজভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় টিমের সদস্যরা জানান, পরিস্থিতি স্বাভাবিক নেই। পরিস্থিতি স্বাভাবিক থাকলে বিগত কয়েকদিনে তাঁদের এত বাধার সম্মুখীন হতে হত না বলেও দাবি দলের সদস্যদের।