সোমবার পশ্চিম মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিধায়ক বাইরন বিশ্বাস। মঙ্গলবার এই ব্যাপারে নিজের প্রতিক্রিয়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই ব্যাপারে তিনি সরাসরি কিছু জানেন না। সবটাই তিনি খবরের কাগজ পড়ে জানতে পেরেছেন। এমনকী এই ব্যাপারে তাঁর দলের ব্লকের নেতারাই বলতে পারবেন বলে দাবি করেছেন তৃণমূল নেত্রী।
এদিনই সাগরদিঘির বিধায়কের নিরাপত্তা বাড়িয়েছে রাজ্য। সম্প্রতি তাঁর নিরাপত্তা চেয়ে সরকারের বিরুদ্ধেই আদালতে গিয়েছিলেন বাইরন। কারণ, তাঁর আশঙ্কা মুর্শিদাবার ফিরলেই তাঁর এবং তাঁর পরিবারের উপর হামলা হতে পারে। তাই সোমবার তৃণমূলে যোগ দিয়েই রাজ্যের পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেছিলেন বাইরন। সোমবার তিনি দাবি করেছিলেন, শুরু থেকেই তৃণমূল করতেন। কিন্তু টিকিট না পাওয়ায় তাঁর মন খারাপ হয়ে গিয়েছিল।
এদিকে মঙ্গলবার সাগরদিঘিতে বাইরনের বিরুদ্ধে রাস্তায় নামেন কংগ্রেস কর্মীরা। বেশ কিছু জায়গায় বিক্ষোভ দেখানো হয়। এমনকী তৃণমূলকে কটাক্ষ করে টুইট করেন দিল্লির কংগ্রেস নেতা জয়রাম রমেশও।