রাজ্যে ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। এবার ডেঙ্গি মোকাবিলায় বিশেষ নির্দেশিকা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেঙ্গু সচেতনতা চালানোর নির্দেশ দিলেন তিনি।
বৃহস্পতিবার রানাঘাটের প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠক থেকেই ডেঙ্গি ঠেকাতে সচেতনতা বাড়ানোর নির্দেশ দেন তিনি। বলেন, 'দুয়ারে সরকার কর্মসূচি থেকে ডেঙ্গি সচেতনতা প্রচার হোক। সকলে সচেতন থাকুন। সতর্কে থাকুন।' আধিকারিকদের বলেন, নোংরা দেখলেই পরিষ্কার করতে। আবর্জনার বিরুদ্ধে লড়াই করার বার্তা দিয়ে তিনি বলেন,'যত পরিষ্কার করতে পারবে ততই ভালো'।
বুধবার কৃষ্ণনগর থেকেও ডেঙ্গি রোধ করতে জল ও আবর্জনা অপসারনের জন্য প্রতিনিধি, পুরসভা, পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করতে নির্দেশ দেন। নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শুরু হয়ে গিয়েছে তৎপরতা।
স্বাস্থ্য ভবনের তরফেও বিডিও দের সঙ্গে আলোচনা করে, দুয়ারে সরকার ক্যাম্প থেকে ডেঙ্গি নিয়ন্ত্রণের কর্মসূচি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটা এলাকায় চলছে জোরদার প্রচার।