'পুলিশ চাইলেই গুলি চালাতে পারত। কিন্তু অনেক সংযত ছিল।' বিজেপির নবান্ন অভিযান নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আন্দোলন করার অধিকার গণতন্ত্রে সবার আছে। মুখ্যমন্ত্রী জানান, "আন্দোলনের নামে যেভাবে পথে নেমে গুন্ডামি করেছে, তা কাম্য নয়।"
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "পুজোর বাজার। মঙ্গলাহাট থেকে বড়বাজার থেকে শুরু করে। এমনিতে কোভিডে নষ্ট হয়ে গিয়েছে পুজোর বাজার। এমনিতে পুজোর সময় ব্যবসা করে বেশি করে টাকা পাবে বলে। সমস্ত নষ্ট করেছে। সাধারণ মানুষের অসুবিধা করেছে। পুলিশ চাইলে গুলি চালাতে পারত। কিন্তু গুলি চালানো কাম্য নয়। পুলিশ সংযতভাবে চেষ্টা করেছে শান্তিপূর্ণভাবে ম্যানেজ করার। ট্রেনভাড়া করে, এমনকী বর্ডার থেকে অন্যান্য রাজ্যের লোকও ঢুকে যাচ্ছে। ইনসাইড রেলওয়ে ঢুকে যাচ্ছে। রেলওয়ে প্রপার্টি বলে। ওখান থেকে বোমা মারছে। ওখান থেকে গণ্ডগোল করছে।"
আরও পড়ুন : 'আমি হলে মাথায় শুট করতাম', আহত পুলিশ অফিসারকে দেখতে গিয়ে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "অনেক পুলিশ কাল আহত হয়েছে। এরা গুণ্ডামি করার জন্যই নিয়ে এসেছিল। যখন লোক নেই, তখন গুন্ডামি। আন্দোলন করতে আমরা কেউ বাধা দিই না। গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক দেশ সবার আন্দোলন করার অধিকার আছে।"