শিয়ালদহ (Sealdah Metro) থেকে সেক্টর ফাইভের মধ্যে মেট্রো পরিষেবার উদ্বোধন হবে ১১ জুলাই, সোমবার। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে রেলের তরফে আমন্ত্রণ জানানো হয়নি। এর জেরে বিতর্ক দানা বেঁধেছে।
তৃণমূল কংগ্রেসের তরফে ফিরহাদ হাকিম বলেন, এই রুটে মেট্রো প্রকল্পের সূচনা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন হয়েছিল। তিনি এখন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না জানিয়ে অসৌজন্যতার পরিচয় দিল রেল। মমতাকে আমন্ত্রণ জানানো না হলেও উদ্বোধন কে করবেন তা এখনও রেলের তরফে জানানো হয়নি। তবে সূত্রের খবর, ওই রুটে মেট্রো পরিষেবার উদ্বোধন সম্ভবত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি করবেন ।
Burdwan liquor death Update: বিষমদ কাণ্ডে বর্ধমানে মৃত বেড়ে ৬, শহর জুড়ে অভিযান আবগারি দফতরের
উল্লেখ্য, ১১ জুলাই ওই রুটে মেট্রো পরিষেবার উদ্বোধন হলেও যাত্রীরা ওই দিন থেকে মেট্রো ব্যবহার করতে পারবেন না। তাঁদের অপেক্ষা করতে হবে আরও তিন দিন। ১৪ জুলাই, বৃহস্পতিবার থেকে ওই রুটে সাধারণের জন্য মেট্রো চলাচল শুরু হবে।