স্পেন সফরে গিয়ে পায়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য রবিবার SSKM হাসপাতালে MRI হয়েছে তাঁর। ১০ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হাঁটাচলায় বিধিনিষেধ জারি করা হয়েছে। এর ফলে আগামী ২ অক্টোবর রাজঘাটে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচিতে দলনেত্রীর উপস্থিত অনিশ্চিত।
১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ দেখাবে রাজ্যের শাসক দল। ওই বিক্ষোভ সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও চিকিৎসকদের পরামর্শমতো সেখানে নাও যেতে পারেন দলনেত্রী। ফলে ওই বিক্ষোভ সভার নেতৃত্বে থাকতে পারেন অভিষেক। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় একটু সুস্থ বোধ করলে একদিনের জন্য দিল্লি যেতেও পারেন। সেই জল্পনাও একবারও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
Read More- পায়ের চোটের চিকিৎসার জন্য এসএসকেএম-এ মমতা, ১০ দিন বিশ্রামের পরামর্শ দিলেন চিকিৎসকরা
প্রথমে দিল্লির রামলীলা ময়দানে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা থাকলেও সেখানে অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। যদিও পরে পরিকল্পনা পরিবর্তন করে।