টানা কয়েকদিন ধরে বাড়িতেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসুস্থতার কারণে বেরচ্ছেন না বাইরে। সব ঠিক থাকতে আগামী ১৪ অক্টোবর, মহালয়ার দিন মুখ্যমন্ত্রী গৃহবন্দিত্বের অবসান হতে পারে।
২৩ সেপ্টেম্বর স্পেন এবং দুবাই সফর সেরে কলকাতায় ফিরেছিলেন মমতা৷ পরদিন এসএসকেএমে তাঁর পায়ের চিকিৎসা হয়। তারপর থেকে বাড়িতেই রয়েছেন তিনি। সব ঠিক থাকলে দেবীপক্ষের সূচনায় নজরুল মঞ্চে দলীয় কর্মসূচিতে যাবেন তিনি।
মহালয়ায় তৃণমূলের মুখপত্রের উৎসব সংখ্যার উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে নজরুল মঞ্চে। পত্রিকা উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। এর আগে ১২ অক্টোবর নিজের বাড়িতেই মন্ত্রীসভার বৈঠক ডেকেছেন মমতা।
স্পেন সফরে গিয়ে তাঁর পায়ের পুরনো চোটের জায়গায় নতুন করে আঘাত পেয়েছেন মুখমন্ত্রী। সেই কারণেই চিকিৎসকদের পরামর্শে দীর্ঘ বিশ্রামে আছেন তিনি।