রাজ্য সরকারের বিভিন্ন দফতরের কাজে একেবারেই খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকে তাঁর তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন মন্ত্রী, সচিব, আমলারা।
লোকসভা নির্বাচন মিটতেই মঙ্গলবার নবান্নে রাজ্যের সমস্ত দপ্তরের মন্ত্রী, সচিব, যুগ্মসচিব, জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে প্রশাসনিক বৈঠকে বসেছিলে মুখ্যমন্ত্রী। সেখানে শ্রম দফতরের কাজে তিনি অসন্তোষ প্রকাশ করেন। শ্রমমন্ত্রী মলয় ঘটককে আলাদা করে দেখা করতে বলেন। সূত্রের খবর, উত্তরবঙ্গের চা বাগান নিয়ে মলয়ের সঙ্গে কথা বলতে চান মুখ্যমন্ত্রী।
রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের কাজ নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন মমমতা। ওই দপ্তরের প্রধান সচিব রাজেশ পাণ্ডেকে রীতিমতো সতর্ক করে দেন তিনি। সমবায় সচিব কৃষ্ণা গুপ্তাকেও মুখ্যমন্ত্রীর তিরস্কারের মুখে পড়তে হয়। তিনি কেন ঘন ঘন দিল্লি যান, সেই প্রশ্ন তোলেন মমতা। কারিগরী শিক্ষা বিভাগের সচিব অনুপ আগরওয়ালকেও মুখ্যমন্ত্রী ভর্ৎসনা করেন।
তবে রাজ্যের উদ্যানপালন বিভাগের সচিব সুব্রত গুপ্তের কাজের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে একাধিক হিমঘর তৈরির কথা জানান তিনি৷ বারুইপুরের ফুলতলার পিয়ালি টাউনে হিমঘর কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেন৷ ওই হিমঘরে পেয়ারা, লিচু সংরক্ষিত হবে।।