মাথায় পঞ্চায়েত ভোটের ভাবনা। তার আগে ফের নিয়মিত জেলা সফর শুরু করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিন দিনের সফরে আগামী ৮ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার তিনি যাচ্ছেন নদিয়াতে। জনসভার পাশাপাশি প্রশাসনিক বৈঠকও করবেন তিনি। ঘরোয়া আলোচনা করতে পারেন জেলার শীর্ষ নেতাদের সঙ্গেও। সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চ-এপ্রিলে হতে পারে রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে থেকেই প্রস্তুতি শুরু করতে চান তৃণমূল নেত্রী। সম্প্রতি নদিয়া থেকে তৃণমূলের একাধিক কাজিয়ার অভিযোগ উঠছে। তাই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কাজিয়া রুখতে নদিয়াকেই প্রথমে বেছে নিলেন তৃণমূল নেত্রী।
রাজনৈতিক মহলের মতে, মমতার এই নদিয়া সফর অনেক কারণেই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইতিমধ্য়েই জেলার চেয়ারম্য়ানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিমলেন্দু সিংহ রায়কে। পাশাপাশি জেলার একাধিক জায়গা থেকে রয়েছে গোষ্ঠী কোন্দলের অভিযোগ। পঞ্চায়েত ভোটের আগে যা তৃণমূলের কাছে যথেষ্ঠ উদ্বেগের বলেই দাবি রাজনৈতিক মহলের। ইতিমধ্য়েই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে সাবধান করে দিয়েছেন তৃণমূল নেত্রী। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন।
রাজনৈতিক মহলের মতে, আরও একটি কারণে তৃণমূল নেত্রীর এবারের নদিয়া সফর গুরুত্ব পেতে চলেছে। কারণ, তৃণমূলের একাংশের দাবি এই সফরে মমতা পাশে ফের দেখা যেতে পারে মুকুল রায়কে। কারণ, কৃষ্ণনগরের বিধায়ক ইতিমধ্যেই বিজেপি থেকে তৃণমূলে ফিরেছেন।