কপ্টার অবতরণের ঘটনায় কোমরে এবং পায়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে চোট খুব একটা গুরুতর নয়। এদিকে অবতরণের খবর পেয়েই মুখ্যমন্ত্রীকে সরাসরি ফোন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। জানা গিয়েছে, কপ্টার থেকে নামার সময় মুখ্যমন্ত্রীর পায়ে ও কোমরে চোট লাগে।
মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের সভা শেষ করে জলপাইগুড়ি থেকে বাগডোগরা ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাত্রাপথে প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয় হেলিকপ্টারটি। এরপর অতি দ্রুত অভিমুখ পরিবর্তিন করেন পাইলট। এবং সেবক এয়ার বেসে কপ্টারটি জরুরি অবতরণ করানো হয়।
অবতরণ করানোর পর মুখ্যমন্ত্রী যখন সেখান থেকে নামছিলেন তখনই পায়ে এবং কোমরে চোট পান। ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরে একটি অ্য়াম্বুলেন্স রাখা হয়েছে। সূত্রের খবর, কলকাতার ফেরার পরেই তাঁকে SSKM এ নিয়ে যাওয়া হতে পারে। তবে চোট খুব একটা গুরুতর নয় বলেই জানা গিয়েছে। এর পরেই মুখ্যমন্ত্রীকে ফোন করে শরীরের বিষয়ে খোঁজখবর নেন রাজ্যপাল।
জানা গিয়েছে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরা যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেসময় মাঝ আকাশে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। সেসময় পাইলট অন্য অভিমুখে যাত্রা করেন। কিছুক্ষণের মধ্যেই সেবক এয়ারবেস দেখতে পান তিনি। সেখানেই জরুরি অবতরণ করেন।