সিঙ্গুর থেকেই শুরু হল পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্প। বাজেটে এই নিয়ে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল। এই প্রকল্পের আওতায় ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কথা ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার ইট-সিমেন্টের গাঁথনি দিয়ে ভিত্তিপ্রস্থরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকে ভার্চুয়ালি অন্য জেলাতেও এই প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার সিঙ্গুর-২ গ্রাম পঞ্চায়েতের রতনপুর নেতাজি সঙ্ঘের আথালিয়া নবোদয় সঙ্ঘ পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তার ভিত্তিপ্রস্থর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের ২২টি জেলায় নতুন গ্রামীণ রাস্তা হবে এই প্রকল্পের মাধ্যমে। যার ফলে রাজ্যের ২৯,৮৭৫টি গ্রাম উপকৃত হবে।
এর আগে গত বছর জুনে সিঙ্গুর যান মুখ্যমন্ত্রী। বাজেমেলিয়া গ্রামের একটি মন্দিরে পুজো দেন তিনি। এক বছর পর প্রকল্পের হাত ধরে ফের সিঙ্গুর গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।