কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবার কালীপুজো । চারদিন আগের থেকেই পুজোর উদ্বোধন শুরু করে দিলেন তৃণমূল নেত্রী । বুধবার বিকেলে বেশ কয়েকটি পুজো মণ্ডপ উদ্বোধন করেন তৃণমূল নেত্রী । দুর্গাপুজোর সময় পায়ে সমস্যা ছিল । তাই, কালীঘাটে বসেই ভার্চুয়ালি উদ্বোধন করতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে । কালীপুজোর আগে সুস্থ হতেই মণ্ডপে মণ্ডপে গিয়েই পুজোর উদ্বোধন শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী ।
বুধবার বিকেলে একাধিক পুজো মণ্ডপ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী । সেই তালিকায় রয়েছেন ছয়ের পল্লী শ্যামাপুজো, জানবাজার সম্মিলিত কালীপুজো, শেক্সপিয়ার সরণি সর্বজনীন শ্যামাপুজো, ভবানীপুর ভেনাস ক্লাবের পুজো, ইন্ডিয়া ক্লাব শ্যামাপুজো ইত্যাদি । এদিন, মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, মদন মিত্ররা ।