১০০দিনের বকেয়া পাওনা নিজেই মেটাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও ওই টাকা কোথায় পাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে BJP। এবার গেরুয়া শিবিরের তোলা প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী।
বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সমস্ত তৃণমূল সাংসদরা একত্রিত হয়ে এই টাকা জোগাড় করেছেন। তাঁদের সকলের প্রচেষ্টাতেই বঞ্চিতদের টাকা ফিরিয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাঁর সংযোজন, প্রত্যেক সাংসদ ১ লাখ করে টাকা দিয়েছেন।
লোকসভায় তৃণমূলের বর্তমান সাংসদের সংখ্যা ২২ জন। এবং রাজ্যসভায় ১৩ জন সাংসদ রয়েছেন। অর্থাৎ মোট ৩৫ জন সাংসদ রয়েছে তৃণমূলের। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী প্রত্যেক সাংসদ ১ লাখ করে টাকা দিলে মোট টাকার পরিমাণ ৩৫ লাখ। অর্থাৎ ওই টাকা দিয়েই বঞ্চিতদের বকেয়া টাকা মেটানো হয়েছে।
অভিযোগ, রাজ্যে ১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। তার প্রতিবাদে গত অক্টোবর মাসে দিল্লিতে বিক্ষোভ দেখায় বঞ্চিতরা। যার নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।