বাধ্যতামূলকভাবে দলকে সময় দিতে হবে। সোমবার নজরুল মঞ্চের কর্মী সম্মেলন থেকে দলের প্রতিটি বিধায়ক-সাংসদকে নির্দেশ দিলেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। তবে এই বাধ্যবাধকতা থেকে ছাড় পেয়েছেন দলে তারকা সাংসদ-বিধায়করা।
তৃণমূলনেত্রীর দেওয়া ছাড়ের তালিকায় আছেন দলের তিন লোকসভা সাংসদ দেব(Dev), মিমি চক্রবর্তী(Mimi Chakraborty) এবং নুসরত জাহান(Nusrat Jahan)। তবে মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া(June Maila) সম্পর্কে মমতা জানান, তিনি তাঁর কেন্দ্রে যথেষ্ট সময় দেন। পাশাপাশি, আসানসোলের তৃণমূল সাংসদ অভিনেতা শত্রুঘ্ন সিন্হা(Shatrughan Sinha) সম্পর্কে দলনেত্রী জানান, তাঁকে ইলেকশনে কাজে লাগাবে দল। ছাড় পেয়েছেন তৃণমূল বিধায়ক তথা বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারিও(Manoj Tiwary)।
তবে দলের অসুস্থ ও বয়স্ক নেতাদের ছাড় দেওয়া হয়েছে আগামী ৬০ দিনের টানা এই কর্মসূচি থেকে(Didir Rakshakabach)। শারীরিক অসুস্থতার জেরে 'দিদির সুরক্ষাকবচ' কর্মসূচি থেকে রেহাই পেয়েছেন মথুরাপুরের সাংসদ চৌধুরী মোহন জাটুয়া(Chaudhury Mohan Jatua)।