‘বাংলার বাড়ি’ প্রকল্পের নাম নিয়ে নিজের অবস্থানেই অনড় থাকলেন মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে তিনি কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়ার ব্যাপারেও ইঙ্গিত দিলেন।
বুধবার দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে অংশ নেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘‘নামের আবার কী সঙ্কট! রাজস্থানের বাড়ি, গুজরাতের বাড়ি যদি ওদের নামে হতে পারে, তাহলে বাংলার বাড়ি কেন বাংলায় হবে না? এটা আমার অধিকার!’’ ওই প্রকল্পে কেন্দ্র কেন অর্থ বরাদ্দ বন্ধ করল, তা নিয়ে জানতে এবং বকেয়া টাকা আদায় করতে দিল্লি যাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, রাজ্যে যে সমস্ত সরকারি প্রকল্প চলছে, তার মধ্যে বেশ কিছু প্রকল্প কেন্দ্র ও রাজ্যের মিলিত অর্থে চলে। আবার শুধুমাত্র কেন্দ্র বা রাজ্যের টাকায় চালু এমন কিছু প্রকল্পও রয়েছে। সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নাম নিয়ে। কেন্দ্রীয় সরকার রাজ্যকে চিঠি দিয়ে জানিয়েছে, প্রকল্পের নাম পালটে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ না করা হলে অর্থ বরাদ্দ বন্ধ করা হবে। এদিকে, নবান্নের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, যে সমস্ত প্রকল্পে রাজ্যও টাকা দিয়ে থাকে, সেগুলিও কেবলমাত্র কেন্দ্রের ছবি ও নাম দিয়ে প্রচার করতে চাইছে মোদী সরকার।