বিজেপির নবান্ন অভিযান কার্যত ফ্লপ হয়েছে বলে দাবি তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের একটি বৈঠকে দলীয় কর্মীদের তিনি এই বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি।
খড়গপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানে উপস্থিত ছিলে বিধায়ক, পুরসভা এবং জেলা পরিষদের সদস্যরা। জেলার তৃণমূল নেতৃত্বের দাবি, মমতা ওই সভায় বার্তা দিয়েছেন, বিজেপির বেলুন 'ফুস' হয়ে গিয়েছে। নিচুতলায় তাদের আর কোনও সংগঠন নেই।
অজিতের দাবি, মমতা দলীয় বৈঠকে বলেছেন, বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি। বিজেপি কিছুই করতে পারেনি। মমতা জানান, নবান্ন অভিযান সম্পূর্ণ ফ্লপ হয়ে গিয়েছে, ফিউজ হয়ে গিয়েছে। বিজেপির ঢাক গুড়গুড় করছিল, শেষে অশ্ব ডিম্ব।
তৃণমূলের অন্য একটি সূত্র জানিয়েছে, মমতা বৈঠকে বলেন, বিজেপির বেলুন ফুস হয়ে গিয়েছে। তৃণমূল স্তরে কোনও লোক নেই ওদের।
বিজেপির নবান্ন অভিযান শুরুর আগেই উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর। সোনাপেত্যা টোল প্লাজা এলাকায় আক্রান্ত হন তৃণমূল পরিচালিত রঘুনাথপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তারক জানা। বিজেপি কর্মীরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। মমতা ওই নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন। পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্রকে বিষয়টি নজরে রাখতে বলেন মমতা।