কেন্দ্রের বিরোধী জোট মঞ্চ INDIA-র বৈঠক রয়েছে ৬ ডিসেম্বর। কিন্তু ওই বৈঠকে ডাক পাননি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে সরাসরি একথা জানিয়েছেন তিনি। তাঁর সাফ জবাব, বৈঠকের বিষয়ে তাঁকে ফোন করা হয়নি কিংবা আমন্ত্রণ করা হয়নি।
রাজ্যপালের সঙ্গে বৈঠক করতে রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে ইন্ডিয়া জোটের বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। তিনি বলেন, " বৈঠকের বিষয়ে আমি জানিই না। আমার কাছে কোনও খবর নেই। সেকারণে আমি উত্তরবঙ্গ সফরে কর্মসূচি রেখেছি। ওখানে আমার ৬, ৭দিনের কর্মসূচি রয়েছে। যদি জানতাম তাহলে অবশ্যই যেতাম।"