শান্তিনিকেতন UNESCO-এর হেরিটেজ তকমা পেয়েছে। বার্সেলোনায় পৌঁছেই এই খবর পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবাসী বাঙালিদের সঙ্গে আড্ডায় শান্তিনিকেতন নিয়ে উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী।
গতবছরই দুর্গাপুজোকে সম্মানিত করেছিল UNESCO। এবার শান্তিনিকেতনকে হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে। বার্সেলোনায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "শান্তিনিকেতনকে ইউনেসকোর এই স্বীকৃতি গর্বের। বার্সেলোনা আমাদের জন্য লাকি। যেদিন আমি এলাম, সেদিনই শান্তিনিকেতন হেরিটেজ তকমা পেল। একথা সারাজীবন মনে রাখব।"
এদিন মাদ্রিদ থেকে বার্সেলোনা ট্রেনের দ্বিতীয় শ্রেণির কামরায় সফর করেন মুখ্যমন্ত্রী। বার্সেলোনায় বাঙালিদের সঙ্গে বৈঠকি আড্ডাতে শান্তিনিকেতন নিয়ে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়।