শুক্রবার মাধ্যমিকের ফল ঘোষণা হয়েছে। তারপরেই রাজ্যের সফল এবং কৃতী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। একইসঙ্গে যে সমস্ত ছাত্র-ছাত্রী এ বছর প্রত্যাশিত ফল করতে পারেনি তাদেরও পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। আগামী বছরের জন্য এই ছাত্র-ছাত্রীদের এখন থেকেই প্রস্তুতি শুরু করতে বলে মুখ্যমন্ত্রীর পরামর্শ, এখন থেকেই আরও জোরদার লড়াই করার সঙ্কল্প নাও।
উল্লেখ্য, এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর(Madhyamik result 2022) সংখ্যা অনেকটাই বেড়েছে। ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন, যা এযাবৎ কালের সর্বোচ্চ। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ৮৬.৬০ শতাংশ ছাত্রছাত্রী। প্রথম দশ স্থানাধিকারীর মধ্যে রয়েছেন ১১৪ জন। এই সফল এবং কৃতী ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে মমতা(Mamata Banerjee) লিখেছেন, ‘মাধ্যমিক পরীক্ষায় আমাদের সফল এবং স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের অভিনন্দন! জেলার ছাত্র-ছাত্রীরা দারুণ ফল করেছে। শহরও গর্বিত করেছে আমাদের।’
আরও পড়ুন- Higher Secondary Results 2022: ১০ জুন উচ্চমাধ্যমিকের ফল, সকাল ১১টা থেকেই জানা যাবে ফল
পরে আরও একটি টুইটে সফল ছাত্র-ছাত্রীদের অভিভাবক, শিক্ষক এবং স্কুলকেও কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা(Mamata Banerjee) শেষে উল্লেখ করেছেন অকৃতকার্যদের কথা।