গুজরাত ভোটের আগে ফের নজরে নাগরিকত্ব ইস্যু। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, বাংলাদেশ, পাকিস্তান, ও আফগানিস্তান থেকে গুজরাতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। পাশাপাশি, ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী হিন্দু-বৌদ্ধ-শিখ-জৈন-পারসিক ও খ্রিস্টানদের এই নাগরিকত্ব দেওয়ার কথাও জানায় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার সেই নাগরিকত্ব ইস্যুতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ জবাব, “গুজরাতে ভোট আসছে বলে এসব করছে। আমরা এখানে এসব করতে দেব না।”
বুধবার রাজ্যপালের আমন্ত্রণে চেন্নাই যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। সেখানেই উঠে আসে নাগরিকত্ব প্রসঙ্গও। তখনই খুব সংক্ষিপ্ত অথচ স্পষ্ট ভাষায় তিনি জানান, ভোটের জন্যই বিজেপি এসব করছে। বাংলায় এসব চলবে না বলেও বিজেপিকে সতর্ক করেন তৃণমূল নেত্রী।
আরও পড়ুন- Mamata Banerjee: রাজ্যপালের বাড়িতে নিমন্ত্রণ, চেন্নাইয়ে মমতা, দেখা করবেন এমকে স্ট্যালিনের সঙ্গেও
উল্লেখ্য, গুজরাতের আনন্দ এবং মেহসানা জেলায় ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের আওতায় নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এক্ষেত্রে ২০১৯-এর সিএএ প্রয়োগ করা হবে না বলেই খবর। কারণ, সিএএ তৈরি করা হলেও সেই আইন প্রণয়ন হয়নি এখনও। তবে এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জানান, গুজরাতের পাশাপাশি এবার পশ্চিমবঙ্গেও এই বিষয়টি কার্যকর করা হবে।