"আর তো ছয় মাস। একটু কষ্ট সহ্য করুন।" শালবনির নবজোয়ার থেকে দিল্লির বিজেপি সরকার বদলানোর বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর অভিযোগ, টাকা চাইলে কেন্দ্র রাজ্যগুলিকে ধমকায়, চমকায়। মানুষকে ৬ মাস অপেক্ষা করার বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি সব সহ্য করতে পারি। চোখরাঙানি কেয়ার করি না। মনে রাখবেন, দিল্লি আমাকে অনেক ধমক দেয়, অনেক চমক দেয়। বিদ্যুৎ যেমন চমকায়। কখনও কখনও আমরা বলি, যত গর্জে তত বর্ষে না। দিল্লিও আমাকে চমকায়। বলে এটা না করলে এটা হবে। এটা না করলে ১০০ দিনের কাজের টাকা দেব না। রাস্তার টাকা দেব না। ঘর তৈরির টাকা দেব না। আমি বলি, আর তো ৬ মাস। আর ৬টা মাস একটু কষ্ট সহ্য করুন। তারপরে দিল্লি বদলাবে। দিল্লি বদলালে মানুষের অধিকার, যেগুলি কেড়ে নিয়েছে, সেগুলি মানুষের হাতে আমরাই তুলে দেব। আমরা জাতিদাঙ্গা করতে দেব না।"
এদিনের সভায় এনআরসি নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।