সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে এবার ১০০ দিনের কাজের টাকা নিয়ে ব্লকে ব্লকে ব্যাপক প্রচারের ডাক দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন জেলার প্রতিটি ব্লকে ওই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী।
উল্লেখ্য, ২৯-৩০ মার্চ তৃণমূলের বিধায়ক-সাংসদদের নিয়ে কলকাতায় দু'দিন ব্যাপী অবস্থানে বসেছিলেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে রাজধানী দিল্লিতে গিরিরাজ সিংয়ের দফতরের সামনে ১০০ দিনের বকেয়া টাকা চেয়ে একদিনের ধর্নায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের সেই দাবিকেই গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে চাইছেন তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন- Train Cancelled: কুড়মি আন্দোলনের দ্বিতীয় দিনেও অব্যাহত ভোগান্তি, বাতিল ৮৫টি ট্রেন, অবরুদ্ধ জাতীয় সড়ক