বঙ্গ-সম্মান প্রদানের মঞ্চ থেকে বিরোধীদের আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কেন ভুবনেশ্বর এমসে নিয়ে যাওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। বললেন, ‘‘আমার লজ্জা লাগছে, বাংলায় এত ভাল ভাল হাসপাতাল থাকতেও পার্থকে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হল!’’ এইমস হাসপাতাল কেন্দ্রের অধীনে থাকার জন্যই কি পার্থকে ওড়িশায় নিয়ে যাওয়া হল, সেই প্রশ্নও তুলে দিলেন মুখ্যমন্ত্রী।
‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ সম্মাননা প্রদানের মঞ্চ থেকে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘হুমকির কাছে মাথা নত করব না। আর যদি কেউ অন্যায় করে থাকে, তার দায়িত্ব সে নিজে নেবে। সরকার এর সঙ্গে যুক্ত নয়। ওই মহিলা দলের কেউ নন। কিছু মিডিয়া নিজের মতো দেখিয়ে যাচ্ছে। পার্থকে কেন ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হল? আমার লজ্জা লাগছে, বাংলায় এত ভাল ভাল হাসপাতাল থাকতেও পার্থকে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হল! কেন ওড়িশায় নিয়ে যাওয়া হল? কেন্দ্রের ছোঁয়া আছে বলে?’’
আরও পড়ুন-
মুখ্যমন্ত্রীর আরও দাবি, ‘‘জেনেশুনে আমি কোনও দিন কাউকে অন্যায় করতে দিইনি। ভুল করার অধিকার আমার রয়েছে। অজ্ঞানে করলে সংশোধনের সুযোগ দেওয়া উচিত। কিন্তু জ্ঞানত করা অপরাধ। আমি চাই, সত্য সামনে আসুক। সত্য প্রমাণ হলে যাবজ্জীবন কারাদণ্ড দিন।