১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্র কোনও দয়া করছে না।
মুখ্যমন্ত্রী বলেন, "১০০ দিনের কাজের টাকা পাচ্ছি না। গরীব মানুষগুলো কাজ করছে। দীর্ঘদিন ধরে বকেয়া বাকি আছে। এটা ভাববেন না কেন্দ্র কোনও দয়া করছে। এখান থেকে কেন্দ্রীয় সরকার জিএসটি তুলে নিয়ে যায়। জিএসটি মানে সব সেন্ট্রাল ট্যাক্স। এখন একটাই ট্যাক্স। রাজ্য কোনও ট্যাক্স বসায় না।"
মুখ্যমন্ত্রী বলেন, "বাংলা এক নম্বর হওয়া সত্ত্বেও, কেন বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না। কবার করে বলব। রাজনৈতিক কারণে এ টিম, বি টিম, সি টিম, ডি টিম। এ টু জেড টিম। আর কত টিম পাঠাবে। "