Mamata Banerjee: উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি, ফের কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Updated : Sep 29, 2024 15:59
|
Editorji News Desk

বাংলায় বন্যা হলে কেউ খোঁজও নেন না। পুজোর আগে বন্যা পরিস্থিতি নিয়ে এমনই আক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণবঙ্গের পরিস্থিতি নিজে পরিদর্শন করেছেন। উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেওয়ার আগে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে আরও একবার নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য এর আগে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগর দেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ডিভিসি কোনও সতর্কতা ছাড়াই ইচ্ছেমতো জল ছাড়ে। এবার উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির জন্যও কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, "ফরাক্কা ব্যারেজে ঠিক মতো ড্রেজিং করে না কেন্দ্র। তাই পলি জমে গিয়েছে। ফলে ওই ব্যারাজে জলধারণের ক্ষমতা কমেছে"

প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর বেড়েছে। পাড় উপচে জল রাস্তায় এসে পড়েছে কোথাও। দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ি এলাকায় ধস নেমেছে। যার জেরে জনজীবন বিপর্যস্ত। পরিস্থিতি খতিয়ে দেখতেই রবিবার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। স্থানীয় প্রশাসনকে একাধিক নির্দেশও দেওয়া হয়েছে। মাইকিং করে সতর্ক করা হয়েছে। যেখানে যেখানে প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজও চলছে বলে জানান মুখ্যমন্ত্রী।  

উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য নেপালের ছাড়া জলকেও দায়ী করেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, "নেপাল থেকে বিহার হয়ে বাংলায় ঢুকছে জল। তার ফলে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় জল জমছে।" রবিবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  

Mamata Banerjee

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর