বঙ্গভূষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে পার্থ ইস্যুতে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তাঁর অভিযোগ, ২১ জুলাই বড় করে অনুষ্ঠান হল । কোথাও কিছু হল না । মমতার কথায়, ২২ জুলাই সকালেই সময়টা ঠিক করতে হল ওঁদের । কারণ, সহ্য করতে পারছিল না বিজেপি (Mamata Banerjee attacks BJP) । পুরো বিষয়টার মধ্যে যে কোথাও ষড়যন্ত্র রয়েছে, সেটাই আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিলেন মমতা । যদিও, মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অন্যায় করলে, মন্ত্রী, বিধায়ক কাউকেই রেয়াত করবেন না তিনি ।
নাকতলা উদয়ন সঙ্ঘে একই মঞ্চে মমতা, অর্পিতা ও পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ছবি পোস্ট করেছিলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার । সেই প্রসঙ্গেও বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী । মঞ্চ থেকে মমতার হুঙ্কার, অযথা তাঁর গায়ে কালি ছেটানোর চেষ্টা করলে, আলকাতরা তাঁর হাতেও আছে । মমতার কথায়, আর আলকাতরা ওয়াশিং মেশিনে পরিষ্কার হয় না । বিজেপি যে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, সেটা তিনি মেনে নেবেন না ।
আরও পড়ুন, Mamata Banerjee: বাংলার হাসপাতাল ছেড়ে কেন পার্থ ভুবনেশ্বর এইমসে, কেন্দ্রকে খোঁচা মুখ্যমন্ত্রীর
মমতার অভিযোগ, বিচারব্যবস্থার উপর বিজেপির কতটা প্রভাব আছে তিনি জানেন । তবু তিনি বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেছেন । মমতার আক্রমণ, যদি দরকার হয় এজেন্সি লাগানো হোক, তাতে কোনও সমস্যা নেই । কিন্তু, কেউ যদি ভাবেন এজেন্সি লাগিয়ে কোনও দলের কোমর ভেঙে দেবে, সেটা ভুল । স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মানুষ যা চাইবে, তাই হবে । হুমকির কাছে তিনি মাথা নত করবেন না ।