বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারীকে 'গদ্দার' বলে আক্রমণ করেছে তৃণমূল। বৃহস্পতিবার রায়গঞ্জের প্রচার সভা থেকে মিঠুন চক্রবর্তীকে সরাসরি 'গদ্দার' বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জের সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, "বাংলার আরও এক গদ্দারের নাম মিঠুন।"
বিজেপিতে যোগ দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মিঠুন জানিয়েছিলেন, তৃণমূল নেত্রী তাঁর রাজনৈতিক গুরু। এদিন ইসলামপুরের জনসভায় মমতা বলেন, "ওঁকে রাজ্যসভার সাংসদ করেছিলাম। কিন্তু আমি জানতাম না ও আরও একজন বড় গদ্দার। সেও আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল।" তৃণমূল নেত্রীর দাবি, এক মামলায় ফেঁসে গেছিলেন মিঠুনের ছেলে। তাঁকে বাঁচানোর জন্যই ভয়ে বিজেপিতে যোগ দিয়েছে সে। মমতা ইসলামপুরের সভায় বলেন, "যাদের কোনও আদর্শ নেই, জীবনযুদ্ধে যারা লড়তে ভয় পায়, তাঁদের আমি মানুষ বলে মনে করি না।"