রামপুরহাটের (Rampurhat) বগটুই (Bagtui) গ্রামের ঘটনায় দোষীদের এমন শাস্তি হবে যে, আগামীতে কেউ এমন কাজ করার কথা ভাবতেই পারবে না। রামপুরহাটে গিয়ে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। গ্রেফতার করা হবে ব্লক তৃণমূলের নেতা আনারুল শেখকে।
মমতা জানান, খবর পাওয়া সত্ত্বেও পুলিশকে কিছুই জানাননি আনারুল। এসডিপিও, ডিআইজি এবং আইসি-ও তাঁদের দায়িত্ব পালন করেননি।
আরও পড়ুন: Rampurhat Violence: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গ্রামে ফিরল ভাদু শেখের পরিবার
মুখ্যমন্ত্রী বলেন, আনারুল শেখকে হয় আত্মসমর্পণ করতে হবে, অথবা তাঁকে যেখান থেকে হোক গ্রেফতার করা হবে। পুলিশি তদন্তের মধ্যে তিনি ঢুকবেন না বলেও জানান মমতা।