এগরার বিস্ফোরণের ঘটনায় ক্ষমাপ্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ঘটনার ১১ দিন পর এদিন তিনি এগরায় যান । মুখ্যমন্ত্রীর কথায়, আরও আগে আসা উচিৎ ছিল । কিন্তু, বৃষ্টির কারণে আসতে পারেননি । এরপরই এগরার ঘটনার জন্য তিনি মাথা নত করে ক্ষমা চেয়ে নেন । সেইসঙ্গে জানান, তিনি সবরকম সাহায্য করতে প্রস্তুত । মুখ্যমন্ত্রী আরও জানান, ঘটনায় তাঁদের চোখ খুলে গিয়েছে । মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি হয়েছে । দু'মাসের মধ্যে রিপোর্ট আসবে ।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, "বেআইনি বাজি কারখানায় ফায়ার ক্র্যাকার্স তৈরি করে অনেকের পেট চলে । চাকরি যাতে কারও নষ্ট না হয় দেখব । তবে জীবন যেন নষ্ট না হয় তার জন্যও পরিকল্পনা নিচ্ছি । যেখানে যেখানে বেআইনি বাজি কারখানা আছে, আমরা নিজেরা সরকার থেকে বাজি কারখানার ক্লাস্টার তৈরি করব। বাজি কারখানার মালিক যাঁরা সবুজ বাজি তৈরি করতে চান, সেইরকম ধরনের ক্লাস্টার করব। তাতে চাকরিও বাঁচবে। ফায়ার ক্র্যাকার্স না করে গ্রিন ক্র্যাকার্স করতে হবে ।"
এদিন, এগরার খাদিকুলে বিস্ফোরণে নিহত এবং আহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বেশ কিছুক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন । এরপর খাদিকুলের অস্থায়ী মঞ্চ থেকেই নিহতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার ঘোষণা করেন । সঙ্গে সঙ্গেই তিনি হোমগার্ডের চাকরির নিয়োগপত্র হাতে তুলে দেন । এছাড়া, নিহতদের পরিবারের হাতে আড়াই লক্ষ করে টাকা ক্ষতিপূরণও তুলে দেওয়া হয় ।