রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার থেকে ছুটি ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যজুড়ে তাপপ্রবাহ চলছে । এই পরিস্থিতিতে পড়ুয়াদের কথা মাথায় রেখে একসপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি । তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হবে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে রাজ্যে । এই পরিস্থিতিতে মানুষের কথা ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানান, সোমবার থেকে সরকারি, বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করতে বলা হচ্ছে । সোম থেকে শনি—সব সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করা হচ্ছে ছুটি দিতে। সরকার বিজ্ঞপ্তি জারি করবে।