রাজ্যজুড়ে ফের তাপমাত্রা বাড়ছে । নতুন করে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । এই আবহে গরমের ছুটির মেয়াদ বাড়াল রাজ্য সরকার । ৫ জুনের পরিবর্তে ১৫ জুন খুলবে রাজ্যের সব স্কুল । এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
মঙ্গলবার নবান্ন থেকে জানানো হয়েছিল গরমের ছুটি কাটিয়ে ৫ জুন খুলবে রাজ্যের উচ্চমাধ্যমিক স্কুলগুলি । ৭ জুন খুলবে রাজ্যে প্রাথমিক স্কুলগুলি । ঘোষণার একদিনের মধ্যেই সিদ্ধান্ত পরিবর্তন করল রাজ্য সরকার । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, তীব্র গরম রয়েছে । আবহাওয়া দফতর জানিয়েছে, গরম আগামী দিনে বাড়বে । ছাত্রছাত্রীদের কথা ভেবেই গরমের ছুটির মেয়াদ বাড়ানো হচ্ছে ।
প্রথমে ২৪ মে থেকে সরকারি স্কুলগুলিতে ছুটি পড়ার কথা ছিল । তীব্র গরমের কারণে ২ মে ছুটি এগিয়ে নিয়ে আসা হয়। সরকারি নির্দেশিকায় বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধই থাকবে। পরে জানানো হয় ৫ জুন স্কুল খুলবে । কিন্তু, এবার সেই মেয়াদও বাড়ল ।