রামপুরহাটের (Rampurhat) বগটুই (Bagtui) গ্রাম দেখল সেই ভিন্টেজ মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিপুল ক্ষতিপূরণ, সঙ্গে চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মমতা জানালেন, বগটুই কাণ্ডে তাঁর হৃদয় পুড়েছে। গ্রামে শান্তি ফিরিয়ে আনতে যা কিছু দরকার, সব করবে প্রশাসন।
দৃশ্যতই কল্পতরু মমতার ঘোষণা, নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরিতে দেওয়া হবে ২ লক্ষ টাকা। মমতা জানান, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে৷ বাগটুই হত্যার পিছনে বড় ঘটনা রয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Rampurhat Violence: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গ্রামে ফিরল ভাদু শেখের পরিবার
মমতার ঘোষণা, বগটুই গ্রামের ঘটনায় জখমদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। রাজ্যের ডিজি মনোজ মালব্যের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা, গ্রামে যাঁরা থাকবে, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।