চা শ্রমিকদের পাশে রাজ্য সরকার । উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার বানারহাটে জনসভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষমা করলেন, জলপাইগুড়িতে যেসব চা বাগান বন্ধ, সেগুলি অধগ্রহণ করবে রাজ্যসরকার । তিনি জানিয়েছেন, এরকম বন্ধ হয়ে যাওয়া মোট ৬টি চা বাগান অধিগ্রহণ করবে রাজ্য সরকার ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'জলপাইগুড়িতে বন্ধ হয়ে যাওয়া ৬টি চা বাগান অধিগ্রহণ করবে রাজ্য সরকার। আর বন্ধ থাকা চা বাগানের শ্রমিকদের চলতি মাস থেকেই দেড় হাজার ভাতা করে দিতে বলব আমি ।'
চা বাগানের শ্রমিকদের পাট্টা দেওয়ার ঘোষণা আগেই করেছিলেন । ইতিমধ্যে সেই কাজ শুরুও হয়ে গিয়েছে । আলিপুরদুয়ারের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে প্রায় চার হাজারের বেশি মানুষের হাতে পাট্টা তুলে দেওয়া হয়েছে । এবার বন্ধ হয়ে যাওয়া চা বাগানের শ্রমিকদের মুখেও হাসি ফোটালেন তিনি । উল্লেখ্য, জলপাইগুড়িতে রায়পুর, রিয়াবাড়ি, ধরনীপুর, সুরেন্দ্রনগর, রেডব্যাঙ্ক চা বাগান বন্ধ হয়ে পড়ে রয়েছে।