দুর্ঘটনাস্থল বাংলা থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে হলেও, ওড়িশা ট্রেন দুর্ঘটনার প্রভাব বাংলায় ভয়াবহ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিক বৈঠকে জানান, ''বালেশ্বরে দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের ৬২ জনের। এছাড়া ১৮২ জনকে এখনও শনাক্ত করা যায়নি।'' পাশাপাশি মৃতের পরিবার, আহতদের আর্থিক সাহায্যের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
Mamata Banerjee: ট্রেন দুর্ঘটনায় রাজ্যে মৃত্যু ৬২ জনের, ১৮২ জনকে শনাক্ত করা যায়নি, জানালেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে থেকে ওড়িশা ট্রেন দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবারকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা করে, গুরুতরভাবে জখম ব্যক্তিদের দেওয়া হবে ১ লক্ষ টাকা করে পাশাপাশি তাঁদের সম্ভ্যাব্য সেরা চিকিৎসার দায়িত্ব নেবে পশ্চিমবঙ্গ সরকার। এরপরেও ৩মাস তাঁদের সাহায্য করা হবে। অল্প জখমদের দেওয়া হবে ২৫ হাজার টাকা। এছাড়া যারা বাড়ি ফিরেছেন কিন্তু ট্রমায় আছেন তাঁদেরকেও ১০ হাজার টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, এবং আগামী ৩ মাস প্রতিটি পরিবারকে দেওয়া হবে ২ হাজার টাকা। এছাড়াও তাঁদের ত্রাণ ও ১০০ দিনের কাজ দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
অসংক্ষিত কামরায় থাকায় যাত্রীদের তালিকা হাতে পাননি। কালীঘাটে মুখ্যমন্ত্রী বলেন, "কয়েকজন আইএএস অফিসার ডিউটি করছেন। তারা বাংলার রোগীদের রাজ্যে আনার ব্যবস্থা করছে।"