পাঁচ বছর আগে লোকসভা ভোটে এই উত্তরবঙ্গে বাংলার শাসক দল তৃণমূলকে লড়াই থেকে কার্যত ছিটকে দিয়েছিল বিজেপি। বাংলায় তাদের সিংহভাগ আসন এসেছিল উত্তরবঙ্গ থেকে। এবার আর সেই ভুল নয়। তাই আগামী লোকসভা ভোটের আগে আলিপুরদুয়ারে দাঁড়িয়ে কল্পতরু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার আলিপুর দুয়ারে সরকারি প্রকল্পের অনুষ্ঠান থেকে একগুচ্ছ ঘোষণা করলেন তিনি। যার বেশির ভাগটাই ছিল চা বাগান কেন্দ্রিক। মু্খ্যমন্ত্রীর ঘোষণা এবার থেকে বন্ধ হয়ে যাওয়া চা শ্রমিকদের পাশে দাঁড়াবে তাঁর সরকার। প্রতি মাসে ভাতা হিসাবে ১৫০০ টাকা করে দেওয়া হবে। একইসঙ্গে চা শ্রমিকদের পাট্টা দেওয়ার কথাও ঘোষণা করলেন তিনি।
বাগানকে কেন্দ্র করেই উত্তরবঙ্গের রাজনীতি আবর্ত। রাজনৈতিক মহলের দাবি, সেই বাগানকে আর হাতছাড়া করতে চান না মুখ্যমন্ত্রী। তাই জনজাতিদের মন পেতেও একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন তিনি। একইসঙ্গে হুঁশিয়ারি, জনজাতিদের নাম করে ভুয়ো কার্ড তৈরি করা যাবে না।
রাজনৈতিক মহলের দাবি, ১৮ তারিখ দিল্লি যাওয়ার আগে, লোকসভার জমি বুঝে নিতে চাইলেন মমতা। আর সেই কারণে উত্তরবঙ্গের মানুষদের জন্য ঢালাও পরিকল্পনার কথা ঘোষণা করলেন। তাই জানালেন, একটি বাড়িতে পাঁচ জন মহিলা থাকলে, সবাই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন। সবাইকে অনুরোধ করলেন দুয়ার সরকারের ক্যাম্পে এসে সরকারি সুবিধা উপভোগ করার জন্য।