আজ ২৫ ডিসেম্বর । শুরু হয়ে গিয়েছে ক্রিসমাস সেলিব্রেশন (Christmas 2022) । পার্ক স্ট্রিট (Park Street) থেকে বড়বাজার, সব জায়গায় আলোর মেলা । ক্রিসমাস ইভের রাতে গির্জায় গির্জায় প্রার্থনা, ক্যারলের সুরে মুখরিত হয়ে ওঠে কলকাতা । বড়দিনের উৎসবে সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রত্যেকবারের মতো এবারও চার্চে গেলেন তিনি । সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । চার্চে পাশে অভিষেক ও তাঁর মেয়েকে নিয়ে প্রার্থনা করতে গেল মুখ্যমন্ত্রীকে ।
এদিন,রাত ১০টা ৩২ মিনিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর মেয়ে আজানিয়াকে নিয়ে ব্রেবোর্ন রোডের ধারে পর্তুগিজ চার্চে পৌঁছন মুখ্যমন্ত্রী । উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি । এদিন অভিষেক পরেছিলেন একটি কালো রঙের স্যুট। গির্জার ভিতরে ক্যারলেও অংশ নেন তাঁরা । পর্তুগিজ চার্চের ভিতরে ‘বিশ্বপিতা তুমি হে প্রভু’ গানে মুখরিত হয়ে ওঠে । প্রার্থনার পর ফাদারের কাছ থেকে আশীর্বাদ নেন মুখ্যমন্ত্রী। চার্চের তরফে মুখ্যমন্ত্রীর হাতে একটি উপহার তুলে দেওয়া হয় । বেশ কিছুক্ষণ চার্চে কাটান তিনি ।
আরও পড়ুন, Christmas 2022 : ২৫ ডিসেম্বর কেন পালিত হয় যিশুর জন্মদিন ? জেনে নিন ইতিহাস
বড়দিন উপলক্ষে সেজে উঠেছে গোটা রাজ্য । সেজে উঠেছে পার্ক স্ট্রিট (Park Street)। আলো, রং, সান্টাক্লজ, রেস্তোরাঁর ভিড়ে জমজমাট ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, উড স্ট্রিটের মতো রাস্তা। এবার ক্রিসমাস (Chirstmass) আর উইকেন্ড মিলেমিশে একাকার। শনিবার রাত যত বেড়েছে ভিড় তত বেড়েছে । বড়দিন থেকে নিউ ইয়ার পর্যন্ত কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police) যান নিয়ন্ত্রণে বিশেষ কিছু ব্যবস্থা নিয়েছে ।