ভোটের মরশুমে রাজ্যে ফের এনআরসি জিগির উসকে দিতে চাইছে বিজেপি। সোমবার এই অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি রাজ্যের বিশেষ কয়েকটি জেলার নির্দিষ্ট কয়েকটি এলাকায় জাল আধার কার্ড খোঁজার কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র এই ব্যাপারে চিঠিও দিয়েছে রাজ্যকে। এদিন মুখ্যমন্ত্রীর প্রশ্ন, এইসবের যুক্তি কী ? তাঁর অভিযোগ, ঘুরপথে এনআরসি আনছে বিজেপি।
কেন্দ্রের অভিযোগ বাংলার দুই ২৪ পরগনায় জাল আধার কার্ডের ব্যবসা চলছে। তা বন্ধ করতেই অভিযান চালানো হবে। এমনকী ওই দুই এলাকার কোন কোন জায়গা এই জাল আধার কার্ড তৈরি করা হচ্ছে, সেই ব্যাপারেও বিস্তারিত উল্লেখ করা হয়েছে। কেন্দ্রের এই পদক্ষেপের এদিন কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, অসমের মতো বাংলাতেও এবার এনআরসি চালুর করার জন্য তৎপরতা শুরু করেছে কেন্দ্র। তা কখনই মানা হবে না বলেও এদিন স্পষ্ট করে দিয়েছেন মমতা। তাঁর মতে, সবাই দেশের নাগরিক।
জানা গিয়েছে, জাল আধার কার্ড ধরতে রাজ্যের মোট আটটি জায়গায়কে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার।