Malda TMC worker abducted: গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত মালদা, দলীয় কর্মীকে অপহরণের অভিযোগ তৃণমূল কর্মীদের

Updated : May 17, 2022 11:08
|
Editorji News Desk

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের(TMC Group Clash) জেরে দলীয় কর্মীকে অপহরণেরTMC Worker Kidnapped) অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর কাতলামারি এলাকায়। এর ফলে রীতিমতো উত্তপ্ত ওই এলাকা। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে ওই কর্মীকে। 

স্থানীয় সুত্রে অভিযোগ, এই এলাকার দখল নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ(TMC Group Clash) আব্দুল বাসির ও ঊনসা হক গোষ্ঠীর। প্রায় ছ'মাস আগে দুই গোষ্ঠীর গুলির লড়াইয়ে জখম হন দুই গোষ্ঠীর বেশ কয়েকজন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বিরুদ্ধ গোষ্ঠীর এক কর্মীকে অপহরণের অভিযোগ। অপহৃত তৃণমূল কর্মী আব্দুল বারিক ঊনসা হক গোষ্ঠীর অনুগামী। অপহৃতের স্ত্রী সায়েমা বিবি মোট ১৬ জনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায়(Harishchandrapur Police Station) লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও ঘটনার পর থেকে উধাও আব্দুল বাসির গোষ্ঠীর অনুগামীরা। 

আরও পড়ুন- Mamata Banerjee Jangal Mahal Visit: আজ ৩ দিনের জঙ্গলমহলে সফরে মুখ্যমন্ত্রী, দলীয় সভাতেও যোগ দেবেন

অপহৃতের স্ত্রীর অভিযোগ, রাত সাড়ে ১০টা-১১টা নাগাদ তাঁর স্বামীর মোবাইলে ফোন আসে। এর কিছুক্ষণের মধ্যেই বাড়ির গেটে ধাক্কাধাক্কি শুরু হয়। 'সরকারের লোক' পরিচয় দিয়ে গেট খুলতে বলা হয় বলে জানান সায়েমা। এরপর তাঁরা এসে দেখেন গেটে বাসির, বাসিরের দুই ছেলে রফিকুল ও সফিকুল সহ বেশ কয়েকজন দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও গলির মুখেও আরও কয়েকজন ছিল বলেই অভিযোগ অপহৃতের(TMC Worker Kidnapped) স্ত্রীর। গেট খুলতেই তাঁদের ওপর ঝাপিয়ে পড়ে বাসিরের দলবল। 

অপহৃতের ভাই শীষ মহম্মদের কথায়, ওরা ঝাঁপিয়ে পড়ে কিল, চড়, লাথি, ঘুষি চালাতে থাকে। এরপর মুখে গামছা বেঁধে দাদাকে উঠিয়ে নিয়ে চলে যায়। এই আক্রমণে গুরুতর আহত(TMC worker injured) হন অপহৃতের স্ত্রী ও ভাই।     

West BengalTMC Group ClashPoliceMaldah

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর