মালদহে রাস্তায় পথযাত্রার সময় আটকে পড়েছিলেন এক বৃদ্ধ। বসে ছিলেন হুইলচেয়ারে। রীতিমতো ধুঁকছিলেন। তাঁর দিকে দৃষ্টি যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপর সভা থামিয়ে ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, বুধবার সকালে মালদা শহরে এসেছিলেন বিরা প্রসাদ নামে বছর চুরাশির ওই বৃদ্ধ। পরিবারের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর কর্মসূচির জন্যই হাসপাতালে যাওয়ার পথে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল ওই বৃদ্ধকে। সময় বৃদ্ধের দিকে দৃষ্টি পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন - রাজ্যে জোট হলে কংগ্রেসকে কোন দুটি আসন ছাড়ত তৃণমূল, কী বললেন মমতা ?
রোড শো বন্ধ করে বৃদ্ধার দিকে এগিয়ে যান মুখ্যমন্ত্রী। জেলাশাসক, পুলিশ সুপার-সহ অন্যান্য প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন বৃদ্ধকে দ্রুত হাসপাতালে ভর্তি করানোর। মুখ্যমন্ত্রীর এই মানবিকতার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছে বৃদ্ধের পরিবার।