মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক হল যেকোনও ছাত্র-ছাত্রীর জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। কিন্তু সেই পরীক্ষা দেওয়াই 'সমস্যাজনক' হয়ে দাঁড়িয়েছে মালদার এক ছাত্রীর কাছে। পরীক্ষার বাকি আর মাত্র কটা দিন, অথচ অভিযোগ এখনও অ্যাডমিট কার্ডই হাতে পাননি ওই ছাত্রী। ঘটনায় প্রধান শিক্ষককের বিরুদ্ধেই উঠছে গাফিলতির অভিযোগ।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কনুয়া ভবানীপুরের ঘটনা। অভিযোগ, ওই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট এলেও আসল জিনিসটাই হাতে আসেনি। অথচ ছাত্রী টেস্টের পর ফর্ম ও ফিল আপ করেছিলেন। আর ৫ দিনের মাথায় উচ্চমাধ্যমিক, এই ঘটনায় বেজায় চিন্তায় ছাত্রীর পরিবার।