আজ মকর সংক্রান্তি (Makar Sankranti 2023) । সাগরে শুরু হয়েছে পুন্যস্নান । পুন্য অর্জনে সাগরে লক্ষ লক্ষ পুন্যার্থীর ভিড় । রবিবার মধ্যরাত থেকেই পুন্যস্নান শুরু হয়েছে । ভোরের দিকে স্নানঘাটগুলি কানায় কানায় পূর্ণ । সূর্য পুজোর মধ্যে দিয়ে লাখো লাখো ভক্ত পূণ্য অর্জনে ডুব দিচ্ছেন সাগরে । শুধু গঙ্গাসাগর (Ganga sagar ) নয়, এলাহাবাদের প্রয়াগে এবং দেশের বিভিন্ন পুণ্য নদীতে মকর সংক্রান্তি উপলক্ষে ভিড় করেছেন পূণ্যার্থীরা । এবার ই-দর্শন ও ই-স্নানেরও ব্যবস্থা আছে ।
গঙ্গাসাগর সাগর মেলাকে কেন্দ্র করে সেজে উঠেছে কপিল মুনির আশ্রম । মকর সংক্রান্তির পুন্যস্নানের পর অনেকেই কপিল মুনি আশ্রমে পুজো দিচ্ছেন । প্রবল ঠান্ডা কে উপেক্ষা করে লক্ষ লক্ষ পূন্যার্থীর মুখে একটাই আওয়াজ কপিলমুনি কি জয়।গঙ্গা মাই কি জয়। ধূপ, ধুনোর গন্ধে মোহময় হয়ে উঠেছে গঙ্গাসাগর ।
সাগরমেলাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে । ২৪০০ সিভিল ডিফেন্স কর্মী, ১৪ হাজার পুলিশ কর্মী আছেন। আছে NDRF-এর টিমও। সাতটি ফ্রি ওয়াইফাই জোনও রাখা হয়েছে। এছাড়া, বিদ্যুতের টাওয়ারে ও জেটিতে কুয়াশাভেদি আলো, যানবাহনগুলিতে জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থাও রয়েছে। রবিবারই সাগরমেলায় দেখা গিয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেনদের।
মকর সংক্রান্তির পূন্য় তিথিতে স্নান, সূর্য প্রণামের পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুড়ি ওড়ানো হয় । বাঙালি বাড়িতে তৈরি বয় পিঠে, পায়েস, পাটিসাপটা । বাংলার মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি এদিন কোথাও পোঙ্গল নামে কোথাও লোহরি আবার কোথাও ভোগালি বিহু নামে উৎসব পালিত হচ্ছে ।