কুয়াশায় মোড়া সকাল । সেইসঙ্গে হাড়কাঁপানো শীত । কিন্তু, সেসব উপেক্ষা করেই পূণ্যস্নানের জন্য গঙ্গাসাগরে ভিড় করেছেন (Ganga Sagar)পূণ্যার্থীরা । অজয় নদের তীরেও দেখা গেল একই ছবি । সূর্যের আলো ফোটার আগে থেকেই পূণ্য অর্জনের আশায় অজয়ের জলে ডুব দিচ্ছেন পূণ্যার্থীরা। এদিকে, সংক্রান্তি উপলক্ষে এবারও ঐতিহ্যবাহী জয়দেবের কেন্দুলি মেলার (Joydev Kenduli Mela) আয়োজন করা হয়েছে । সেখানেও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করার মতো ।
অজয়ের জলে মকর স্নান সারছেন পূণ্যার্থীরা । তারপর পুজো দিচ্ছেন রাধা বিনোদের মন্দিরে । সকাল থেকেই মন্দিরের সামনে লম্বা লাইন । প্রায় ২০০ আখড়ায় প্রসাদ গ্রহণের জন্য মানুষের ভিড় । কথিত আছে, সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার । কিন্তু, যাঁরা সাগরে যেতে পারেন না, তাঁরা অজয়ের জলেই অর্জন করেন পূণ্য।
পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার শিবপুরের বিখ্যাত জয়দেব মেলা । প্রতি বছর মকর সংক্রান্তিতে এখানে মেলা বসে । এবারও তার অন্যথা হয়নি । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি রাজ্যের বাইরে থেকেও বহু পূণ্যার্থী এই জয়দেব মেলায় এসে পৌঁছেছেন । মেলায় বসেছে হরেক রকমের দোকান। বসেছে নাগরদোলাও । কোথাও খোলা মঞ্চে আবার কোথাও আখড়ার ভেতর বসেছে হরিনাম আর কীর্তনের আসর।
পূণ্যার্থীদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য কাঁকসা ব্লক কাঁকসা পুলিশ প্রশাসন ও বিহার পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। বসানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা। নদীর ধারে রয়েছে ওয়াচ টাওয়ারও। মহিলাদের স্নান করার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে প্লাস্টিক জাতীয় কোনও জিনিস যাতে ব্যবহার না হয়।