ভরদুপুরে ভয়াবহ আগুন লাগল হাওড়া জেলার বেলুড়ে। দাউ দাউ করে জ্বলে উঠল প্লাস্টিকের গুদাম। কালো ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় দমকলের ৫টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয় দমকলকর্মীদের। ঘনবসতিপূর্ণ এলাকায় এমন মারাত্মক অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
হাওড়ার বেলুড়ের ঘুসুড়ি, কেওরা বাগান মোড়ের প্লাস্টিক কারখানাায় বেলা সাড়ে ১১টা নাগাদ আগুন লাগে। দাউদাউ করে জ্বলে ওঠে প্লাস্টিকের গুদাম। প্রবল ধোঁয়ার ঢেকে যায় চারপাশ। প্লাস্টিকের গুদাম হওয়ায় দ্রুত গতিতে ছড়াতে থাকে আগুন।
Tota Roychowdhury: হিন্দিতে পরপর কাছের মাঝে কেন বাংলায় ছুটে আসেন টোটা? কার জন্য?
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান দমকলের কর্মীরা। ৫টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনও খবর নেই৷ কেন আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।