জোকা-বিবাদীবাগ মেট্রো লাইনে কাজ চলছে, যে কারণে রবিবার দিনভর বন্ধ থাকছে মাঝেরহাট ব্রিজ। শনিবার রাত থেকেই বন্ধ রাখা হয়েছে ব্রিজ, রবিবার রাত ১২ টা অবধি চলবে কাজ৷ দক্ষিণ ২৪ পরগণা থেকে কলকাতায় আসার এই কানেক্টর বন্ধ থাকায় বেজায় সমস্যার মুখে পড়তে হবে নিত্যযাত্রীদের। মাঝেরহাট ব্রিজের পাশ দিয়েই চলছে কাজ৷ জেনে নিন বিকল্প রুট।
কলকাতার থেকে দক্ষিণ ২৪ পরগণাগামী গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া হচ্ছে মোমিনপুর থেকে। আলিপুর হয়ে চেতলা রোড ধরে দুর্গাপুর ব্রিজে উঠবে গাড়িগুলি৷ উলটো দিকের গাড়িগুলি তারাতলা দিয়ে ঘুরিয়ে নিউ আলিপুর হয়ে দুর্গাপুর ব্রিজে উঠবে। এই অবস্থায় দুর্গাপুর ব্রিজই যাতায়াতের প্রধান মাধ্যম। রবিবার যানচলাচল তুলনামূলক কম হয়, অফিস থাকে না অধিকাংশ সেই কারণেই এই সময়টিকে বেছে নেওয়া হয়েছে কাজ এগোনোর জন্য৷