বাগুইআটি ( Baguiati Murder) থেকে নিখোঁজ দুই পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে বসিরহাটে । গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ । এই নিয়ে তোলপাড় গোটা এলাকা । মঙ্গলবার এই ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীর বাগুইআটির (Baguiati Students Murder) বাড়িতে ভাঙচুর করলেন স্থানীয়রা । সেইসঙ্গে বাগুইআটি (Baguiati) জগতপুর ব্রিজ অবরোধ করে তাঁরা । উল্লেখ্য, সত্যেন্দ্র চৌধুরীকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ ।
২২ অগাস্ট থেকে নিখোঁজ ছিল দুই কিশোর অভিষেক নস্কর (১৬), অতনু দে (১৫)। তাদের মৃত্যুর খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার লোকজন । মূল অভিযুক্ত সত্যেন্দ্রর বাড়িতে চড়াও হয়। ভাঙচুর চালানো হয় গোটা বাড়িতে। বিভিন্ন ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙা হয় । রান্নাঘরেও ভাঙচুর চলে । দুই কিশোরের মৃত্যুর ঘটনায় অভিজিৎ ছাড়া এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে । তাঁদের নাম শামিম আলি, শাহিন আলি, দিব্যেন্দু দাস। যদিও মূলচক্রী সত্যেন এবং আর এক জন ফেরার। তদন্তের স্বার্থে পঞ্চম জনের নাম প্রকাশ করেনি পুলিশ। তাঁদের খোঁজ চলছে ।
জানা গিয়েছে, ২২ অগাস্ট ওই দুই কিশোরকে নিজের গাড়িতে চাপিয়ে নিয়ে যান সত্যেন্দ্র। এর পর তাঁরা রাজারহাটে এক মোটরবাইকের দোকানে গিয়েছিলেন। সেখান থেকে বাসন্তী এক্সপ্রেসওয়েতে চলে যান তাঁরা। পুলিশ জানিয়েছে, রাত ৯টা থেকে ১০টার মধ্যে গাড়ির ভিতরেই গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয় দুই ছাত্রকে। এরপর দু'দিনের তফাতে দু'জনের দেহ উদ্ধার হয় বসিরহাটে ।
২২ অগাস্ট বাগুইআটির জগতপুর খাল ধারের বাসিন্দা দুই ছাত্র বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পরিবার সূত্রে খবর, ওইদিন তাঁরা দু'জনেই ঘুরতে বেরোয় । কিন্তু, আর বাড়ি ফেরেনি । এরপরেই তাদের পরিবারের কাছে এক কোটি টাকার মুক্তিপন চেয়ে মেসেজ আসে। পরিবারের তরফে বাগুইআটি থানায় অভিযোগ জানানো হয় ।