উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের নাম রূপম সাধুখাঁ। তিনি নদীয়ার বাসিন্দা। উচ্চ মাধ্যমিক কাউন্সিলের প্রেসিডেন্ট চিরঞ্জীব ভট্টাচার্যের লিখিত অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
কীভাবে গ্রেফতার হল অভিযুক্ত?
জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্ন বিক্রির বিজ্ঞাপন দেয় রূপম। সেখানে একটি ব্যাঙ্ক অ্য়াকাউন্টের নম্বরও দেওয়া হয়। সেই নম্বরের ভিত্তিতে রূপমের বান্ধবীর খোঁজ পায় পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই রূপমকে গ্রেফতার করা হয়।
রূপমের বান্ধবী প্রীতি শর্মা জানান, জোর করে তাঁর ATM কার্ড কেড়ে নেয় রূপম। এবং প্রীতির ব্যাঙ্ক অ্য়াকাউন্টের মাধ্যমে আর্থিক লেনদেন শুরু করে।